কম্পিউটারের ফাইল ডিলিট করলে রিসাইকলবিন-এ যায়। কিন্তু রিসাইকলবিন থেকে ডিলিট করলে, কোথায় যায়?

 কম্পিউটারের কোন ফাইল আপনি যখন ডিলিট করে দেন তখন আসলে ওইটা কম্পিউটার থেকে চলে যায় না। বরং ওই ফাইলের লোকেশন পরিবর্তন হয়ে যায়। যেই ড্রাইভ থেকে আপনি ফাইল ডিলিট করবেন ওই ফাইলের লোকেশনটা পরিবর্তন হয়ে Recycle Bin এর লোকেশানে চলে যাবে। এতে করে আপনার ওই ড্রাইভের জায়গা ফাঁকা হবে ঠিকই কিন্তু তা জমা হবে Recycle Bin এর ড্রাইভে। আর Recycle Bin থেকে ডিলিট করলে সেটা Parmanent ডিলিট হয়।



তার মানে হল সেটি আপনার কম্পিউটারে আর নেই। তবে তার একটা Shadow থেকে যায়। ওই জায়গাটি যদি কোন ডাটা দ্বারা পূরণ না হয় তাহলে খুব সহজেই বিভিন্ন ফরেন্সিক টুলস দিয়ে রিকভার করা সম্ভব।

Post a Comment

0 Comments